![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
azam khan - papri keno bojhena lyrics
Loading...
[chorus]
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 1]
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
তুমি আমি কেন দূরে দূরে?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কী যে চায়
কাটে শুধু বেদনায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
[instrumental break]
[verse 2]
এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাবো চিরতরে
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
[chorus]
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
পাপড়ি কেন বোঝে না?
তাই ঘুম আসে না
Random Lyrics
- justin king and the apologies - sweetheart lyrics
- рестайлер (restayler) - 3 a.m lyrics
- dacdplays - wait lyrics
- aerik von - runaway lyrics
- stratovarius - hunting high and low (live at wacken 2015) lyrics
- saranghae - catastrophe lyrics
- skrzek21 - toskania outro, ale to old school lyrics
- smilez - coffee queen lyrics
- jackie black - boy's villager lyrics
- uzooma - alaye lyrics