azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

baaji | coke studio bangla - emon chowdhury & hashim mahmud lyrics lyrics

Loading...

[intro: mrakoi ching marma]
অ মোসেগ্যামারা মাআা প্যায়
ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো
ও ক্রাপা দোংলং ক্রা রঅ্মংলে
তবে শাপলা ফুল হাসবে না
ও ক্রাপংগি মারা যা আখাহা
ইয়া পংব্যইগি মা লেরা
ক্রাপং কোখ্যা রাতোজোইমা
মোও হ্নইখিংলে
মোও হ্নইখিংলে

[chorus:chorus team]
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ

[verse 1: emon chowdhury]
ও গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
ও গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
পানি যদি না সেচিলে
অঘটনেও রাজি
[chorus: chorus team]
তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ

[verse 2: emon chowdhury]
একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল
ওহ একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি মেয়েটার কি চোখ দু’টো ছলছল
ছল, নাকি জল?
চঞ্চল
মেয়ে তুই বল
ছল, কেন চোখে জল?
চঞ্চল
মেয়ে তুই বল

[chorus: chorus team]
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
[verse 3: dhua gaan team]
আসমানে তোর ছায়ারে কন্যা
জমিনে তোর বাড়ি
রূপ লইয়া তোর চান+সূরুজে
লাগছে কাড়াকাড়ি
রে লাগছে কাড়াকাড়ি
মেঘের ভেলায় সিনান করো
রৌদ্রে শুকাও কেশ
বিজলি তোর মুখের হাসি
চমকে উঠে বেশ রে
চমকে উঠে বেশ
কার কাছে বলিবো গো
কার কাছে বলিবো গো
সারাজীবন গেলো আমার
খুঁজিতে খুঁজিতে
গো খুঁজিতে খুঁজিতে

[instrumental break]

[verse 4: hashim mahmud]
আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যারই মন
পাইনে সে অতল
আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যারই মন
পাইনে সে অতল
[pre+chorus: hashim mahmud]
জল, কেন চোখে জল?
চঞ্চল
মেয়ে তুই বল
জল, কেন চোখে জল?
চঞ্চল
মেয়ে তুই বল

[chorus: chorus team]
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি

[bridge: dhua gaan team, chorus team]
আসমানে তোর ছায়ারে কন্যা
জমিনে তোর বাড়ি
রূপ লইয়া তোর চান+সূরুজে
লাগছে কাড়াকাড়ি
রে লাগছে কাড়াকাড়ি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
বাজি, বাজি, বাজি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
বাজি

[outro: mrakoi ching marma]
অ মোসেগ্যামারা মাআা প্যায়
ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো



Random Lyrics

HOT LYRICS

Loading...