
babul kanti de - sob kota janala khule dao na lyrics
Loading...
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।। চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
Random Lyrics
- myles marcus - crazy lyrics
- sondre lerche - personal crime lyrics
- king dude - vision in black lyrics
- soho - hot music lyrics
- retch - scramble lyrics
- leslie clio - lies are gold lyrics
- morgan evans - i do lyrics
- the sweeplings - in too deep lyrics
- fade2black - tangan dan mata lyrics
- g-eazy - my next fix lyrics