
bagdhara - bus sohokari lyrics
Loading...
[verse 1]
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে
ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে
তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে
কাঁপা+কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে
কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে
জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে
বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে
[chorus]
আমি বাসেতে একা
আধো+ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস+সহকারী
[verse 2]
গোলাপের দোকানে, শাহবাগ মোড়েতে
দেখলাম তোমাকে আছো যে সেখানে
আমিও যাচ্ছি তোমার পেছনে
জানি না কপালে কোন যে শনি আছে
ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে
কি নাম তাও তা বলোনি যে আগে
ফিরে তাকালে হাতটাও দিলে তুলে
এই দৌড়ে পালাবো শু+টাই খুলে ফেলে
[chorus]
আমি বাসেতে একা
আধো+ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস+সহকারী
Random Lyrics
- james grant (rock) - pray the dawn lyrics
- плохой певец (plohoi pevec) - онлифанс (onlyfans) lyrics
- mel pacifico - cloud 9 lyrics
- the archimedes (phl) - stargazing lyrics
- tortuga (poland) - slave lyrics
- push up - the dragon lyrics
- jean sibelius - vårtagen lyrics
- txylxr - mxnsters humans (xutrx) lyrics
- orelle - mentre qui nessuno lyrics
- julie nolen - dignity & grit lyrics