
bagdhara - ei je dunia (এই যে দুনিয়া) lyrics
[verse 1]
ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ?
তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ?
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই
[verse 2]
তুমি হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো
তুমি হাকিম হইয়া হুকুম করো
পুলিশ হইয়া ধরো
সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়ো
তুমি বাঁচাও, তুমি মারো
তুমি বাঁচাও, তুমি মারো
তুমি বিনে কেহ নাই
আল্লাহ তুমি বিনে কেহ নাই
[chorus]
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
[verse 3]
তুমি বেহেস্ত, তুমি দোজখ তুমি ভালো+মন্দ
তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত, তুমি দোজখ তুমি ভালো+মন্দ
তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই
আমি কেবল আল্লাহ তোমায় চাই
[chorus]
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
Random Lyrics
- lil chubz - hood legacy [official visualizer] lyrics
- the shining angels - ending the memory lyrics
- banda essência popular - meu tudo para sempre lyrics
- thin the herd - drained lyrics
- deaf heart - blood lyrics
- ynkeumalice - chalice cup lyrics
- lowlife - overtime lyrics
- ромашка (roman crafterovich) - вроде бы (it seems like) lyrics
- oranskii - детка (babe) lyrics
- futur bandit & john parm - apocalypse now lyrics