
bagdhara - priyonmoyee (প্রিয়ন্ময়ী) lyrics
Loading...
lyrics:
তুমি আকাশ পথে যদি আমায় হারাতে
তুমি নদীর স্রোতে যদি আমায় ভাসাতে
তুমি সকালবেলার রোদে আমায় ঘুম ভাঙাতে
তুমি বিকেলবেলার নীলে আমায় রাঙাতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
তুমি আমার হাতের আঙুল ধরে রাখতে
তুমি আমায় সীমাডোরে বেঁধে রাখতে
তুমি লুকোচুরি খেললে কেঁদে ফেলতে
তুমি আমার বুকে তোমায় গেঁথে রাখতে।
আমি যেতে চাইনা ঐ আকাশে
যদি হারানোর ভয় থাকে তোমাকে
আমি যেতে চাইনা তোমার হাত ছেড়ে
তবু কেন তুমি ভেসে যাও ওপারে।
Random Lyrics
- zeno - troubled love lyrics
- restoreangel - demon lyrics
- filatov & karas, жасмин (zhasmin) & amirchik - да! (yes!) lyrics
- selena gomez & benny blanco - how does it feel to be forgotten lyrics
- udo jürgens - nobody knows lyrics
- hoyo-mix - absolutio absoluta absolutissime (with lyrics) lyrics
- dyan "the only one" - españa lyrics
- phrazzy - pause lyrics
- feast worship - christ is my rock lyrics
- sovvpretty - алё (hello) lyrics