balam feat. juli - ojhor brishti lyrics
Loading...
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
পাগলে গিয়েছে আকাশ
বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
অল্প আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুয়ে
আল্প করে হোকনা শুরু
ভালবাসা এখনো ভীরু
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ।।
ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিঢ় এই ভালবাসা
জড়ালো হায় কিছু আশা ।।
হয়নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি
Random Lyrics
- amon baad - arabata lyrics
- dion - tonight, tonight lyrics
- ensamble transatlantico de folk chileno - mil alas lyrics
- marián - durmiendo en el lugar equivocado lyrics
- d.a.d.r. - missteasa lyrics
- cardi b - how i do lyrics
- セブンスシスターズ - world's end lyrics
- le zhang - lover's tears lyrics
- the next step feat. ryan mclarnon - all eyes on you lyrics
- inka christie - oh cinta lyrics