balam - ki nesha lyrics
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা?
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না
চোখে চোখে চেয়ে থাকা
কবে হবে বলো কথা বলা?
আবেগী মন বাঁধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না
জানি তুমি আছো একা
তবে কেন বলো দূরে থাকা
সময় তো থেমে থাকে না
দ্বিধা ভেঙে কাছে এসো না
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
রাতেরই এ আঁধারে
অজানা ছোঁয়া
মায়াবী চোখে কি মায়া
যেন গোধূলি আবীর মাখা
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
কি নেশা ছড়ালে!
কি মায়ায় জড়ালে?
Random Lyrics
- vũ. - em là ai? lyrics
- migos - stripper bowl lyrics
- myndless grimes - i want it all lyrics
- young chop - yea lyrics
- young chop - blue benjamin lyrics
- juanes - vuelve mi amor lyrics
- b.o.b - i still love you lyrics
- vikram hazra - om namah shivaya lyrics
- mano robson - grandioso és tu (part. bruno átyla) lyrics
- bali baby - needed me (remix) lyrics