bangla five - confusion lyrics
Loading...
এই চেনা শহর, চেনা সময় সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি তোমায় অনেক চিনে ফেলেছি
আসলে কি করেছি!
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায় আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি।
এইচেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না আমি ডাকি না আমি ডাকি না, নাকি ডাকি
আমি চিনি না আমি চিনি না, নাকি চিনি কাউকে আমি চিনিনা, আবার বো
ধয় চিনি কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি
Random Lyrics
- rancid - outgunned- acoustic lyrics
- ninho feat. tito - zéro paluche lyrics
- nav - tension lyrics
- ninho - putana lyrics
- akhil & dhvani bhanushali - duniyaa lyrics
- jang beom june (장범준) - karaoke (노래방에서) lyrics
- ballout - welcome 2 lyrics
- la casa azul - saturno (todo vuela) lyrics
- ballout - gang members lyrics
- nasty c - sma lyrics