![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
bappa mazumder - bokhate noi lyrics
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া, বুঝে নেবার
শখ যে আমার বহুদিনের
বইয়ের পড়া, পড়েছি ঢের
এখন সময় মনের
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে আমি বখাটে নই!
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
হাতে আমি ফুল ধরেছি
ধরিনি তো, ঢাল তলোয়ার
চাই না কিছু, ছিনিয়ে নিতে
রয়েছে হৃদয় আমার
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
এক হাতে ফুল আমার, এক হাতে বই
পড়ার ছুতোয় পথ ছুটেছি, পাখি তুমি কই?
মনের পড়া বুঝে নেব, মনে ফেলব ছই
মেয়ে, আমি বখাটে নই
Random Lyrics
- snoop dogg & dr dre - 187 ulm lyrics
- princess nokia - the conclusion lyrics
- chaotick - blood drive lyrics
- piano magic - chemical lyrics
- tv·2 - hvis det bare var film lyrics
- enzo jannacci - il panettiere lyrics
- abyusif - أبيوسف - abyusif - intro- المقدمة lyrics
- natalie shay - not the girl lyrics
- moist mountain - legal torture lyrics
- peñita y los come guagua - entretenida perversion lyrics