
bappa mazumder - chhuti lyrics
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
কাটবে ক’দিন স্বপ্নলোকে
ঘুমের গাড়ি ছুটবে চোখে
উড়বে ঘুড়ি আকাশ ছুঁয়ে
মিলবে সময় দু’য়ে দু’য়ে
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
আকাশ ছুঁয়ে দেখবো পাখি
দুপুর গড়াক বিকেল বাকি
প্রিয় মুখের প্রিয় হাসি
ফেরার সময় সর্বনাশী
দিন গুণে আজ চমকে উঠি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এই ছুটিতেই যাবো বাড়ি
সেই চেনা পথ সেই সে গাড়ি
আবার আমি দেবো পাড়ি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
এইতো ক’দিন পরেই ছুটি
Random Lyrics
- putolargo & legendario - she's hot lyrics
- away from here (italy) - look at you lyrics
- mantlegen & ruv vallan - kiwi lyrics
- gah góes - ponto e vírgula lyrics
- nu ya a cho - а тебе нравятся звёзды? lyrics
- the movement - siren (feat. stick figure) lyrics
- josh duling - all night lyrics
- makaveligodd - reaper death seal lyrics
- silvi - photos lyrics
- wilsen - wedding lyrics