![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
bappa mazumder - hote pare lyrics
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে ভুলটা আমার
একটু ভেবে বলো
মেনে নেবো এক লহমায়
মন্দটাকে ভালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে সাগর তোমার
আকাশ রঙে নীল
ছেঁড়া পালে পথ হারিয়ে
হয়েছি গাঙচিল
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
হতে পারে তোমার দু’চোখ
জোছনা রাতের আলো
সেই দু’চোখে আমার জীবন
ভীষণ আঁধার কালো
হতে পারে হৃদয় তোমার
ভালোবাসার নদী
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
জোয়ার#ভাটায় স্বপ্ন আমার
ভাসে নিরবধি
Random Lyrics
- citycop - homesick lyrics
- smokin' joe kubek & bnois king - mirror, mirror lyrics
- abated mass of flesh - parasitic contamination lyrics
- grievance (pt) - desconstruir lyrics
- g-lou (rap artist) - touch lyrics
- alan walker & ava max - alone, pt. ii (retrovision remix) lyrics
- clouseau - promise land lyrics
- your x lover - new city lyrics
- irini merkouri - πάμε γι’ άλλα (pame gi’ alla) lyrics
- randy romero - viro lyrics