bappa mazumder - kheyalipona lyrics
Loading...
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
যদি বলি চাও এদিকে
তুমি পা বাড়াও ওদিকে
রোদ্দুর খেলানো এ জীবন
চড়ুইভাতিতে বেছো মন
নিজেরই খেয়ালে সাজিয়ে
খেলা ভাঙো দৌড়ে পালিয়ে
খেয়ালিপনাতে ওঠো যে মেতে
কখনো বোঝনি আমাকে
সময় নয় এখন রূপকথার
দৈত্য#দানো আর এক রাজার
দাও খুলে মনেরই দুয়ার
আছে যে অনেক রঙ রাঙাবার
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
খেয়ালিপনাতে থেকো না আর মেতে
কিছু তো বুঝে নাও আমাকে
কখনো বোঝনি আমাকে
Random Lyrics
- lil white bitch - liquid damage lyrics
- moslikely - paid lyrics
- carson94310 - hagakure lyrics
- dang show - ye shab poshte dar lyrics
- rod stewart - my favourite things lyrics
- peach fur - all in good thyme lyrics
- хтб & вася кимо (htb & vasya kimo) - клише (clishe) lyrics
- jacob mey - pura vida lyrics
- zannies finesse - sky red lyrics
- orthodox - wrongs lyrics