bappa mazumder - mon lagate lyrics
Loading...
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 1]
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি+কমা
[verse 2]
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[verse 3]
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু’চোখ ভেজা জলও
[verse 4]
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
[chorus]
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
Random Lyrics
- life in a burn clinic - glazed indifference lyrics
- wiz khalifa, big k.r.i.t., girl talk & smoke dza - no singles lyrics
- paapa versa - no heart lyrics
- will wood - man, i love being drunk (live at sidewalk 2015) lyrics
- sasha laine - after hours lyrics
- laura elliott - grinding my teeth lyrics
- th.bleu - gya!? lyrics
- singer bastard - amanecer lyrics
- oceanator - the last summer lyrics
- hair jordan - therapist lyrics