azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bappa mazumder - proshno lyrics

Loading...

খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে

বলবো যদি শুনবে কি আমায়?

বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়

একটু নাহয় দাও মনে ঠাঁই
না হয় যদি খুব বেশি ক্ষতি
ভাবনা ছাড়া সবটুকু বলে দিতে চাই
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়

একটু হিসেব, জটিল তো নয়
খানিক ভাবো নাহয় আমায়
নীরব থেকে সবটুকু বুঝে নিতে হয়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়

খুব যে সহজ তবুও কঠিন
নিজের কথাগুলো খুলে বলা দায়
কঠিন কথাই সহজ করে
বলবো যদি শুনবে কি আমায়?

বলতে গিয়ে আবার যদি
একটু এলোমেলো হয়ে যায়
এটুক জেনো আমার তুমি সব
অন্য কোনো নতুন প্রশ্ন নয়



Random Lyrics

HOT LYRICS

Loading...