bappa mazumder - sara jibon lyrics
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
দেখে তোমায় হয় যে মনে
হাটবাজারের পথ চেনো না
ভুল করে যায় পাড়ার লোকে
তুমি কোনো ভুল করো না
আঁকাবাঁকা পথের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
খাই পাবো কি মনের জলে
মনে আমার প্রশ্ন জাগে
বয়স আমার হোক না যতই
তোমার জন্ম আমার আগে
সাগরভাঙা স্রোতের খবর
নেইকো বাকি কিছু জানার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
আমি যদি ডালে থাকি
তুমি থাকো পাতায় যে তার
সারা জীবন যাবে কেটে
শুধু যে মন বুঝতে তোমার
Random Lyrics
- ta'shan - gold & ice lyrics
- francis vace - my rainbow horse and me lyrics
- prayivkaynun - fatal attractions lyrics
- darien jackson - love in shanghai lyrics
- jaye lutaya - hazel lyrics
- killah jay - thumbtacks lyrics
- wei$man - mi$ion lyrics
- victor solf - stone house lyrics
- filthy thieving bastards - gene and jean lyrics
- 1boynextdoor - phantom lyrics