
bappi lahiri & rema lahiri - bolchi tomar kane kane lyrics
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
চিরদিনই থাকবে একই… আমাদের এই ভালবাসা!!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
তুমি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন
হওনা তুমি আরও কাছের
হওনা তুমি আরও আপন
এক সাগরে মিলবো বলে
তোমার আমার স্রোতে ভাসা
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে… আমার তুমি
বলছি আমার গানে গানে… আমার তুমি ।
আমার তুমি…
Random Lyrics
- kali x pawbeats - pacyfka lyrics
- chakuza & bizzy montana - hand im feuer - pt. 2 lyrics
- lü rique - drehen und hallern lyrics
- iamzaccp - back then lyrics
- sick boy simon & lil pin - fatality freestyle lyrics
- erick hervé - the joker lyrics
- enragement - black widow lyrics
- lukas, der rapper - manuel's stimme lyrics
- lewis shaun - gnarly lyrics
- konshens - do di work lyrics