
bappy singer - icche ghuri lyrics
Loading...
ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
ইচ্ছেঘুড়ি ওরাও তুমি
তোমার ইচ্ছে মতন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
আমার হৃদয় জুড়ে তুমি
শুধু তুমি শুধু তুমি
তুমি ছাড়া পাই না খুঁজে
অভাগানী শূন্যভূমি
কেন বলো দূরে থাকো
মনে কি পড়ে না
আমার আকাশ তোমায় ঘিরে
দূরে থাকে সারাক্ষন
আমার চোখে স্বপ্নে তুমি
শুধু তুমি শুধু তুমি
এই জীবনে চাই যে তোমায়
চাইনা কিছুই তুমি বিহীন
আমার আকাশ তোমায় ঘিরে
ডুবে থাকে সারাক্ষণ
Random Lyrics
- fulton lee - right to rhythm lyrics
- ybl *iyxyah20k! - ball like lonzo lyrics
- sunshine christo - looking for a hero lyrics
- ficho - marshall lyrics
- новель / novel russia - который раз (demo) (which time) lyrics
- hayase & shad3x - плачу по ночам (crying at night) lyrics
- rari - you kan tell* lyrics
- manzini - nu er det for sent lyrics
- by baloo - эффект (effect) lyrics
- robi (bgr) & tino (bgr) - налей (naley) lyrics