
barney sku - dekhina lyrics
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
[verse]
তুমি কই? জানি না
তোমার আজকাল কোনো খোঁজ নেই
জেনে রেখো তুমি কার, তুমি আমার
শহরে শহরে তোমাকে নিয়ে আমি ঘুরি
যা কিছু করো, যা কিছু বলো আমি শুনি
তোমার নাম আমার মুখে রেখে বলি
এই গান, এই গান তোমায় নিয়ে
[bridge]
সে শুনে না
আমার কথা সে শুনে না
আমার কথা সে শুনে
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
Random Lyrics
- gans (uk) - i think i like you lyrics
- theharrist - one dolla two dolla lyrics
- houseboy - remember, remember lyrics
- marlhy - young and naive lyrics
- rabbit 2toxic - h8 lyrics
- lil gabat - blacked out srt lyrics
- godenemie - мои воспоминания [my memories] lyrics
- smyu - queen spirit lyrics
- badyouth - your daddy lyrics
- starvonnie - “slide til it’s empty” lyrics