
barney sku - ei shohor lyrics
[chorus]
বড় হয়েছি এই শহরে
রাত দিন জেগে ভাবি একবার যদি আমি চলে যাই
খুলে যাবে স্মৃতি যা সব আছে আমার ঠিকানায়
বলো আমায় কেন তার কোনো খবর নেই
প্রথম প্রেম, প্রথম রাগ
প্রথম heartbreak
বলোনা কত দিন কত রাত
হলো তোমার খোঁজ নেই
[verse 1]
চারিপাশে আছে যা
আমার মনের কিনারায়
থেকে যাবে চিরকাল
লাগে স্বপ্নে আছি আমি
স্বপ্ন দেখেছি
আমি এই শহরে
কতবার কেঁদেছি
আমি এই শহরে
সময় উড়ে যায়
এই পৃথিবীতে আমি কারো নই
যদি পড়ে যাই তুলি নিজেকে
যতবার পড়ি শিখি নিজেকে
[verse 2]
met so many people but i know so little
keep my circle tight, all my bhais and brothers
i bet they know me well and i got their back
they my day ones so i keep ’em close to me
[chorus]
বড় হয়েছি এই শহরে
রাত দিন জেগে ভাবি একবার যদি আমি চলে যাই
খুলে যাবে স্মৃতি যা সব আছে আমার ঠিকানায়
বলো আমায় কেন তার কোনো খবর নেই
প্রথম প্রেম, প্রথম রাগ
প্রথম heartbreak
বলোনা কত দিন কত রাত
হলো তোমার খোঁজ নেই
চারিপাশে আছে যা
আমার মনের কিনারায়
থেকে যাবে চিরকাল
লাগে স্বপ্নে আছি আমি
[outro]
এই শহরের আলো, অন্ধকার
সব কিছুতেই আমি একবার ছিলাম
এখন শুধু স্মৃতির পাতায়
Random Lyrics
- jdswat - changes lyrics
- noel gallagher - slide away (live at the royal albert hall) lyrics
- isak | smorra, zigarro | smorra & armando teles | smorra - eu vou ao bairro lyrics
- revetg - authority lyrics
- don miguelo & arcángel - el mofle lyrics
- faneto - barbarian #2 lyrics
- badchieff - altbau lyrics
- tenblank - glass heart lyrics
- tyler bragoli - the one that got away lyrics
- aquin axio - mala jugá lyrics