
barney sku - nacho lyrics
[chorus]
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
[verse]
বলো আমাকে তোমার কি ভালো লাগে
আমি জানতে চাই (জানতে চাই)
তোমার মতো আর তো কেউ নেই
আমার চোখে তা আমি বলতে চাই (বলতে চাই)
উড়ে যায়, সে উড়ে যায়, হাওয়াতে ভেসে যায়
তার পেছনে আমি ছুটে যাই
পাগল হাওয়াতে আমি উড়ে যাই
তার দেখা নেই
কোথায় গেল সে?
আমায় বলে না, সে আমায় বলে না!
[chorus]
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
নাচো আমার সাথে
আমার কোলে আসো
তুমি যদি একা একা হয়ে থাকো
প্রিয়তমা, তোমার রূপে আমি আসক্ত
can you feel it too?
i think i’m falling for you
Random Lyrics
- amalia (fra) - meilleur lyrics
- solly j - pikachu lyrics
- 達明一派 (tat ming pair) - 一個夏雨天 (a rainy summer day) lyrics
- obrygun88 - ламар заєбав (lamar fucked up) lyrics
- asteria (ita) - haze lyrics
- hamza jahangir - ao naa lyrics
- alex maas - the city lyrics
- iain matthews - save your sorrows lyrics
- regularfantasy - so sweet (cecile believe's pixie mix) lyrics
- violet night - headtrip lyrics