
barney sku - raat lyrics
[intro: barney sku]
আ+আ+আ+আ
আ+আ+আ+আ
[chorus: barney sku]
কেন খেলো লুকোচুরি?
প্রিয় তুমি আমারই
মুখে নেই কেন হাসি?
চোখে চোখ রেখে বলি
ভেঙো না আমার মন
এনে দিবো যা+ই চাও
আমি চাই তোমাকে, তোমাকে (uh, uh, uh, uh)
shawty কে রা+রা+রা+রা
রাতে পাওয়া যাবে না, ah+ah+ah
আমাকে করে সে high+high+high+high
hit on my phone tonight
যখনই মনে চায়
যখনই মনে চায়
[verse 1: barney sku]
যখনই মনে চায়
চলে আসো তুমি
জানি এখনও চাও আমাকে তুমি
রেখো না গোপনে কথা যা সব আছে
বলে দাও আমাকে
বলে দাও আমাকে
রাতে সে কাঁদে
মুখে হাসি, চোখে জল
বলো কীভাবে থামাই তোমার কষ্ট সব?
এই রাতে ভুলে যাও সবই
থেকে যাও, সাথী
[verse 2: kabir001]
কোনো কারণে যদি হাসো
জেনে রেখো সেই হাসি আমার
কোনো কারণে ভুল বুঝে
আমাকে তুলো না আবার
শিকার করে নিলে তুমি
বুক থেকে হৃদয় আমার
নীলাঞ্জনা তোমার কাছে রাত্রী চাঁদ বৃথা
[bridge: kabir001]
খোলা চুলে তুমি সামনে
বুকে ঝড় তুমি আনলে
রিমঝিম বৃষ্টির এ মূর্ছনায়, মূর্ছনায়, মূর্ছনায়
[chorus: barney sku]
কেন খেলো লুকোচুরি?
প্রিয় তুমি আমারই
মুখে নেই কেন হাসি?
চোখে চোখ রেখে বলি
ভেঙো না আমার মন
এনে দিবো যা+ই চাও
আমি চাই তোমাকে, তোমাকে (uh, uh, uh, uh)
shawty কে রা+রা+রা+রা
রাতে পাওয়া যাবে না, ah+ah+ah
আমাকে করে সে high+high+high+high
hit on my phone tonight
যখনই মনে চায়
যখনই মনে চায়
[outro: barney sku]
আ+আ+আ+আ
আ+আ+আ+আ
আ+আ+আ+আ
Random Lyrics
- morfonica - color of us (tv size) lyrics
- mari underrxted - no more free tae lyrics
- pkrk - ineptik gloria lyrics
- lazy ghost - park hotel lyrics
- star pvnk - beam of a star lyrics
- emesh, battle rap - catálogo de batallas de emesh lyrics
- kenna turner west - calling all prodigals lyrics
- little john - fake news lyrics
- yuri gal - control group lyrics
- !!! (chk chk chk) - am/fm (radio edit) lyrics