basanti das baul - milon hobe lyrics
Loading...
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।
Random Lyrics
- tribu mala feat. trew1 - la faena (feat. trew1) lyrics
- miles&feet - dying youth lyrics
- victoria & martin lu - leisk lyrics
- pablo - "rosé farbene tränen" lyrics
- chankris - hugot lyrics
- greg attwells - into the sea lyrics
- junior boys - some people are crazy lyrics
- tinashe - ready lyrics
- krag lee - you don't know lyrics
- sprightly - needle thread lyrics