bassbaba sumon feat. furti - oniyomer golpo lyrics
চলছিলো সব ঘড়ির কাঁটার মতো ছেলেটার নিয়ম মাফিক
আঁকছিলো ছবি সাদা আর কালো অথবা একটু রঙিন
হঠাৎ ছেলেটার জীবনটায় আসলো নতুন যে কি
চলো আজ রাতে আলো নিভিয়ে চুপচাপ গল্প শুনি
সারারাত বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসেনা মেয়েটির
ব্যস্ত জীবনের মাঝে সাদামাটা ছিলো সে এক কবি
চোখের দৃষ্টি যতদূর যাক ছন্দ ছিলো ঠিকই
হঠাৎ করেই পাল্টে যায় সব, চলো সে গল্প শুনি
দুটি মানুষ, দুটি ভাবনা, দুটি পৃথিবী
পরেনা তারা হিসেবের ছকে এই প্রকৃতির
তবুও একদিন টোকা পরে অনিয়মের দরজায়
প্রকৃতি হঠাৎ হাল ছেড়ে দিয়ে নতুন হিসেব মিলায়
গল্পটার শুরুটাই ছিলো আজকের মতো এক রাত
সেই রাতেও আকাশটাতে ছিলো মস্ত বড় এক চাঁদ
কি মনে করে ছেলেটা সে রাতে বেরুলো ঘর থেকে
একাকি বসে নির্জনতায় জোছনার ছবি আঁকে
মেয়েটিরও ঘুম আসেনা সারারাত এপাশ-ওপাশ
আধঘুমো চোখে মাথার ভেতর, জোছনার বসবাস
কি মনে করে মেয়েটা সে রাতে বেরুলো ঘর থেকে
লিখবে সে আজ নতুন কবিতা এই জোছনা নিয়ে
অনিয়ম বলে প্রকৃতিকে হবে নাকি নতুন গান?
প্রকৃতি বলে ভাবতে দে আমায় তুই একটু থাম
অনিয়ম বলে প্রেম কি কখনো ভেবে চিন্তে হয়?
নিয়ম হঠাৎ বলে ভালো আমায় পাচ্ছিনা আমি ভয়
সকালে ঘুম ভেঙে ছেলেটির চোখ পরে ছবিটায়
অবাক হয়ে সে দেখে সেথায় একটি মেয়েকে জোছনায়
মেয়েটিও যখন চোখ বোলায় তার কবিতার খাতায়
কোথা থেকে যেন কবিতার মাঝে একটি ছেলের উদয়
সেই রাতে ছেলেটির নিয়মের খাতা ছিঁড়ে বেরিয়ে যায় আবার
ফিরে যায় খুঁজতে সে মেয়েটিকে সে নির্জনতায়
মেয়েটিও দাঁড়িয়ে থাকে কবিতার খাতা হাতে
হয়ত আঁধার ভেঙে দেখবে সে আজ সেই ছেলেটাকে
দুটি মানুষ, দুটি ভাবনা, দুটি পৃথিবী
হঠাৎ করেই কেন জানি মনে হয় সবকিছুই একই
দেখা পায় তারা দুজন দুজনার আকাশেতে জোছনায়
নিজেদেরকে মনে হয় যেন অনেকদিনের চেনা
Random Lyrics
- fred well - superhero lyrics
- armando orefiche feat. ana margarita - me estoy enamorando de ti lyrics
- climbing up the walls - hypothalamus lyrics
- faber - wem du's heute kannst besorgen lyrics
- 程詩迦 - 許願 (《花謝花飛花滿天》插曲) lyrics
- hydromane - intro. lyrics
- הדג נחש - סע lyrics
- evil ebenezer - blown out lyrics
- jah cure - out of control remix lyrics
- dimaro feat. cha:dy - history lyrics