besh achi - sivaji chatterjee lyrics
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
স্মৃতির সুরভি বুকে নিয়ে তার আমি বাঁচি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
দূরে চলে গেছে, তবুও মনের কাছাকাছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
Random Lyrics
- san 13 - baby steps lyrics
- yhg classified - unfinished business lyrics
- jacqui naylor - miss you lyrics
- rodriguinho - toda maldade lyrics
- chakuza - das traurigste lied der welt lyrics
- angsa & serigala - bernyanyi lyrics
- brandon coleman (bay area) - maria lyrics
- yolo tag - гльок (glock) lyrics
- clipping. - chapter 319 lyrics
- 6ixrings - dancing in the dark lyrics