bhanga bangla - jhamela nai lyrics
skrrt skrrt skrrt
সমস্যা নাই
ঝামেলা নাই
আমাদের মুখে তো হাসি (হাসি)
টাকাটা সুন্দর like হাবিব (হাবিব)
আমরা খাই রুটি আর ভাজি
আমার সব ভাইয়েরা পাজি (পাজি)
তোমার মাইয়ারা মাগি
তোমার মাইয়ারা মাগি
চলো না, হাতে তো চাবি (চাবি)
চুল পুরা বাংলা tekashi
তোমাদের মুখে তো রাগ (রাগ)
আমরা খাই লেবু আর শাক (শাক)
আমার মেয়ের শাড়িটা লাল (লাল)
এখানে আন্টিরা পান খায়
বাংলাদেশ থেকে তো মুম্বাই
xefer এর মতো তো গান গাই
কথাটা কম তুমি কে? (কে?)
কথাটা কম তুমি কে? (কে?)
আমরা তো রাতে তো নাচি (নাচি)
সীসা আর গাঞ্জা তো খাচ্ছি (নাচি)
আমাদের সব কিছু দামি
আমার মেয়ে বিয়ে তো চায়
ওর আব্বু তো mba চায়
আমার তো mba নাই
বুদ্ধি আর টাকাটা লম্বা
নিচে নামো, মুখে নাও কলা
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
ঝামেলা আমার তো নাই (নাই)
তোর মাইয়া তো আমাকে চায় (ইয়োহ্)
বন্দুক আর গুলি তো আছে তো (ব্রাহ্)
বালটা তো বাজে তো পায় (পায়)
আমার তো ধৈর্য নাই (নাই)
stupid রা মাংস তো খায় (খায়)
গুষ্টি তো মরে তো যায় (গুষ্টি)
আমি কি তো বলসি তো নাকি? (বলসি)
এ রকম করে খেলে তোমরা সবাই মরে যাবা (ইয়া বা)
মাংস ছেড়ে ফেলে তোমরা সবাই জিতে যাবা (যাবা)
বরফ তো গলাটা উপরে (উপরে)
সকালে, বিকালে, দুপুরে (দুপুরে)
মাইয়া তো ভিজা like পুকুর এ (prrr)
দিবো তার পিছে like কুকর এ (ওউ)
41, 41, 41x
ভাঙা, ভাঙা বাংলা (বাংলা)
rest in peace
rest in peace
মিনহাজ, মিনহাজ ভাইয়া (ভাইয়া)
rest in peace
rest in peace
আকাশে ঘুমায় তো বাবা (বাবা)
গান বাজনায় আমি এখানে অনেক বানাই টাকা
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
আমরা তো গাঁজা খাই ভাই (ভাই)
আকাশে আকাশে উহ (ওহ্)
আমরা তো দুবাই তে যাই (দুবাই)
নাচতে নাচতে অহ্ (উহ্)
বাসা তো পানিতে ভাসে (ইয়াহ)
ওদেরকে ডুবাইতে যাই (অও)
ওদের তো বুদ্ধি তো নাই (অও)
ওরা তো ফাজিল, খালি বলে
“where’s the party?” (huhhh?)
ছয় ফিট নিচে মাটি রাখি (ওদের body)
young shahruhk khan, salman khan
brown bengali (brown bengali)
aishwarya rai, সুন্দর শাড়ি, লাল পাঞ্জাবি
(লাল পাঞ্জাবি)
লাল bugatti, lamborghini, rari গাড়ি (rari গাড়ি)
বড় বাড়ি
কোথাও যাই বন্ধুক আনি (prrr)
ঝামেলা ঝামেলা চাই না
কলে তো পানি তো খাই না (খাই না)
আমাদের মেয়েরা তো finer (ishhh)
alkaline পানি from thailand (oou)
bangladesh tigers no lions (yeee)
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
সমস্যা নাই
সমস্যা নাই…
সমস্যা নাই
আমাদের নাই
ঝামেলা নাই
(ঝামেলা নাই)
ঝামেলা নাই…
ঝামেলা নাই
আমাদের নাই
Random Lyrics
- smiles the grinner - wallowing lyrics
- classic dredge - blowfreestyle lyrics
- xabier díaz e adufeiras de salitre - voa o aire lyrics
- the rentals - shake your diamonds lyrics
- cupcakke - discounts lyrics
- twikipedia - be happy semicolon parenthesis lyrics
- saint hypocrisy - when you're not there (demo) lyrics
- mily - aventuras sin reclamos lyrics
- noisy town - 2010 lyrics
- j. karjalainen yhtyeineen - myrskypääsky lyrics