bibhas b - proticchobi lyrics
Loading...
এই শহরে আজ ভীষণ বাতাস
ঝরা পাতা যেন রাস্তা গড়ছে
ক্রসওয়াকে কারো হাতের আভাস
শহুরে বাউল কি যেন গাইছে।
ঘড়ির কাঁটার থেমে থাকা
কুয়াশায় প্রতিটি নিঃশ্বাস
একঘেয়ে এই শান্ত পাড়া
তোমার কণ্ঠের খোঁজে থাকা আমি…
কোনো জানালায় আলোছায়া
তোমার চোখ যেন দেখি
শূন্যতায় হারিয়ে যাওয়া
আত্মার কোণে একা আমি…
তোমারই প্রতিচ্ছবি!
নিস্তব্ধ এক স্টেশনে দাঁড়িয়ে আমি
প্রতীক্ষা আর প্রশ্নে + প্রহসনে
সাবওয়ে ধরে হারানো প্রতিধ্বনি
কংক্রিট ঘেঁষা বাতাসে আসে কানে…
ঘড়ির কাঁটার থেমে থাকা
স্টপলাইট যেন আলোরাশি
অস্ফুটে যেন ডাকছে আমায়
দূরে ভেসে আসা পরিচিত হাসি…
কোনো জানালায় আলোছায়া
তোমার চোখ যেন দেখি
শূন্যতায় হারিয়ে যাওয়া
আত্মার কোণে একা আমি…
তোমারই প্রতিচ্ছবি!
Random Lyrics
- jack swing - hazy days lyrics
- royal wood - a good day lyrics
- 91 crazzyi - i get high lyrics
- angel gabriel flores - hurts this much lyrics
- big stick - moja si ti lyrics
- pet3rpunx - endgame lyrics
- tuv - other me lyrics
- kris floyd & siggy - semanal lyrics
- finit3 - switch up lyrics
- mariah angeliq - amorfoda (remix) lyrics