biplob - mon bhalo nei lyrics
Loading...
হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই
ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমা
Random Lyrics
- mc browen - pa lante lyrics
- elodea - stronger lyrics
- young social - interlude lyrics
- themind - sa ve thewo rld lyrics
- young social - summer fling lyrics
- anderson freire - extremo (getsêmani do meu ser) lyrics
- of two - streetlights are spotlights lyrics
- dubosky - novio de mentira lyrics
- lunikar - yordino lyrics
- nate ryder - ghettofilm lyrics