
black (band) - amra lyrics
Loading...
[verse 1]
দু’জনকে আজ মনে হয় দু’গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারি না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি
[verse 2]
কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি
কখনও সে আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো আমি, আমি
[instrumental bridge]
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
[chorus]
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখী হবো
অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মতো
Random Lyrics
- satarii - pink lyrics
- jana burčeska - home alone lyrics
- eloise - i take it back lyrics
- fishy bishie - ahhhhhhhhhhhhhhh lyrics
- little v. - find your one way lyrics
- 内田雄馬 (yuma uchida) - 風でありたい (kaze de aritai) lyrics
- cráneo & bejo - atmósfera lyrics
- eidha al menhali - khaili we saifi lyrics
- fill, resetedh & forest blunt - protijed lyrics
- ozols - vāvere ritenī lyrics