black - amar prithibi lyrics
Loading...
ছায়ারা সরে যাবে
জানি সূর্য উঠবে
মৃত সব গাছের নিচে
আগুন জ্বলবে
বুকের গভীরে নদী,
কুয়াশা … কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এ সবই
তাকিয়ে আছে
মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই!
পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে ।
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
Random Lyrics
- the arcana - the game lyrics
- december avenue - fallin' lyrics
- belako - sinnerman lyrics
- the arcana - mr. potts’ discovery lyrics
- fourtwnty - argumentasi dimensi lyrics
- myro - odi ok lyrics
- iron maiden - when the river runs deep lyrics
- clara benin - easy lyrics
- catafalque - in passion lyrics
- timothy welbeck (formerly known as red baron) - may you ever lyrics