black - shokarto upokul lyrics
Loading...
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই, জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত ক্ষয়ের পাশে
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আমি বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
Random Lyrics
- pullik - stay lyrics
- sunderland - reason lyrics
- in this moment - the in-between lyrics
- 070 shake - microdosing lyrics
- awfultune - the girl you buried in your backyard lyrics
- cheatz (pl) - mów mi panie raper lyrics
- qwertach - путёвка в ад lyrics
- jack rootes - mad for you lyrics
- nake little - no conversations lyrics
- fré (band) - invocation lyrics