![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
breach - nei shekor lyrics
Loading...
আমি যে পথহারা
আমার নেই কোনো শান্তির নীড়
খুঁজে ফিরি তাই তাকে
আমার স্বপ্নে দেখা বসন্ত
কোনোদিনও সত্যের রূপ নিলো না
খুঁজে ফিরি তাই আমাকে
আমি আমার কাছে মিথ্যা…
আমার আছে শুধু আঁধার আকাশে
আমার চোখের জলে দিন গড়ায়
কেন আমার কেন
শেকড়ের ভেতরটা শূণ্য…
ফিরে আসার শরণ
কাঁদায় আবার আমারে
যদি ইচ্ছে করে আমারই
আসব আমি ফিরে সবারই কান্নারই মাঝে
আমারই কান্না দেখে সুখ নিয়ে
প্রাণ খুলে সবাই তখন হাসবে!!!!!
আমার আছে শুধু আঁধার আকাশে
আমার চোখের জলে দিন গড়ায়
কেন আমার কেন
শেকড়ের ভেতরটা শূণ্য…
সে আসে, সে আসে…
আমার এ পৃথিবী এতো রঙিন মানুষ
অনেক কঠিন মানুষ সবে মিলে পারাবে
সবারই কথাতে আছে অনেক স্বার্থকতা
কেউ আসবে নাকো পরের আশাতে…
Random Lyrics
- mf grimm - master builders lyrics
- graça domingos - me cossa lyrics
- ramona rox - não vou te deixar dormir lyrics
- opia feat. sam fischer - secrets lyrics
- lee aram feat. 도넛맨 - 넌 어때 lyrics
- mylene cruz & the soul madonnas - toy box lyrics
- hyukoh - surf boy lyrics
- vini santo$ - atrasado lyrics
- soulitaire - let loose lyrics
- farlansyah - ku bisa gila lyrics