
chandana mojumdar - bondhu doyamoy lyrics
Loading...
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।
Random Lyrics
- janelle monae - i like that lyrics
- scotty atl - can't count lyrics
- mick cømte - for what it's worth lyrics
- rio riezky - merelakanmu lyrics
- mipso - oceans lyrics
- mipso - golden kettle lyrics
- lil 16 - drought. lyrics
- delusion squared - original sin lyrics
- 노리플라이 feat. cheeze - 나의 봄 lyrics
- mike p vs chef trez - urltv lyrics