chandrabindoo - jodi bhabo pabe lyrics
Loading...
যদি ভাবো পাবে তাকে, যদি ভাবো পাবে
স্বপ্নের মেয়েটিকে বাস্তবে তুমি
যদি ভাবো খাবে, তার গালে চুমু খাবে
স্বপ্নের মেয়েটিকে বাসস্টপে তুমি
তবে ভুল, তবে ভুল, রূপকথা সমতুল
সেই কল্পনা অল্প না সৎ, বাছাধন
তুমি বড় বেশি চাও, দেশি বুলি কপচাও
গুরু, ছেড়ে দাও ফ্যান্টাসি নাচন+কোঁদন
যদি ভাবো যাবে, তুমি অ্যামেরিকা যাবে
স্বপ্নের নগরীর রাস্তাতে তুমি
বারে লুম্পেন আর শ্যাম্পেন পাবে
অফিস টাইমে হবে রাস, তাতে তুমি
তবে বোকা, তবে বোকা, কেন স্রেফ শুঁয়োপোকা
হতে পারে প্রজাপতি, আর মানুষ পারে না
যত বুঁচি+ক্ষেদি নয় মন্দিরা বেদি
আর মাধুরী দীক্ষিতের প্রেমিক থাকে না
তাই যেন চিরসুখ চায় মহা উজবুক
তুমি খুঁটে খুঁটে নিতে পারো আনন্দ কণা
যতই থ্রি+এক্স, আর যতই ফ্রি+সেক্স
গুরু, বাবারা যা পায়নি তা আমরা পাবো না
Random Lyrics
- g.na - milk tea lyrics
- martina lluvias - lazo lyrics
- tautumeitas - pelīte lyrics
- ceelo green - open happiness lyrics
- tai cheeba - like it or not lyrics
- alejandro ordoñez - sin ti me muero lyrics
- telesonic - desafeto lyrics
- 6pak - memories lyrics
- skron - maze of thoughts lyrics
- dialog dini hari - kulminasi ii lyrics