chandrabindoo - juju lyrics
আমি আজ ভেঙ্গে দেবো জোড়া ফুলদানি
বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি
ছুঁচোবাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে
একটাই danger জুজু যদি ধরে
জুজু যদি থাবড়ায় ল্যাম্পপোস্ট কানা
লরি হয়ে যাবে মারুতির ছানা
ন্যাজ তুলে হুড়ো দিলে জানোনা কি চিজ
হাতজোড় করে বল please please please
জুজু জুজু আমাকে থাবা দিওনা
জুজু জুজু তুমি তো জুজু সোনা
এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনা
এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা
আমি আজ হেড অফিস পাঠাবোনা ফ্যাক্স
বসের দু’কান মুলে করবো রিল্যাক্স
দোল খেয়ে বসে যাব স্টেনোটির কোলে
একটাই ভয় যদি জুজু ফোন তোলে
জুজু যদি হাতড়ায় হাতে handloom
জিন্সের খাঁজে ছোট বাথরুম
বেঁকেচুরে উড়ে এলে ভুলনা সেলাম
মশারির চালে লেখো রাম রাম রাম
জুজু জুজু আমাকে থাবা দিওনি
জুজু জুজু তুমি তো জুজু মনি
এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনি
এ জুজু এ জুজু তুমি তো জুজু মনি
আমি সেই জুজু যার এত নাম-গান
total area জুড়ে ভয়ের দোকান
ভীতুর মুণ্ডুগুলো সাজিয়েছি র্যাকে
একটাই গেরো যদি বাবা জুজু দেখে
বাবা যদি হাঁকড়ায় জিন্দেগি কাঁচি
business talk-এ কলারে ঘামাচি
দাড়ি নেড়ে বাড়ি এলে বাগিওনা ফাঁট
ভয়ের পুঁটুলি ফেলে কাট কাট কাট
জুজু জুজু আমাকে থাবা দিওনা
জুজু জুজু তুমি তো বাবা সোনা
এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনা
এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা
জুজু জুজু জুজু আমাকে থাবা দিওনা
এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা
এ জুজু এ জুজু আমাকে থাবা দিওনা
এ জুজু এ জুজু তুমি তো জুজু সোনা
Random Lyrics
- lil voop - goosebumps lyrics
- brains for sale - burn or freeze lyrics
- jay shades - half dead hottie lyrics
- lil benny - ed hardy lyrics
- stare dobre małżeństwo - bieszczadzkie anioły lyrics
- pekeño 77 - decian lyrics
- brian wilson - wanderlust lyrics
- drôga - xpen.yxur.eyes! lyrics
- blue virus - wireless lyrics
- the other (horrorpunk) - she's a ghost lyrics