chandrabindoo - take khub kache lyrics
Loading...
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান
তাকে খুব কাছে পাই যেই
কাছে এইতো ছিলে এই বুঝি আর নেই
তাকে দাও পাহারা এক বেয়াড়া গান
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
সে রূপকথার…
তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান
তাকে যেই কাছে পাই খুব
যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব
তখন থাকবে পড়ে একথালি এই গান
তাকে থাকবে ছুঁয়ে একথালি এই গান
হুম হুম হুম হুম হুম…
Random Lyrics
- damares - quem viver, verá lyrics
- tioted - do nosso amor (a gente sabe) lyrics
- julia simões - ser mais feliz lyrics
- junior cardozo - o nascimento lyrics
- paul anka - yesterday, my life was more of just the same lyrics
- desce a letra - like a geisy lyrics
- comédia mtv - forró do twitter (tem que twitta) lyrics
- wesley safadão - dança do solteiro lyrics
- amarionette - dancing lights lyrics
- body thief - sour sounds lyrics