chitra singh - akash meghe dhaka (original) lyrics
Loading...
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
Random Lyrics
- ymtk - free yourself (right now) lyrics
- kelsey the chaos - heart breaker lyrics
- zealand worship - good good father lyrics
- alcolirykoz - anestesia local (episodio 1) lyrics
- volkan t - das ist volkan lyrics
- mickey clark - red velvet cake lyrics
- peggy lee - please mr. sun lyrics
- slyguitar - rolling in the deep lyrics
- warhelo - can't stop now lyrics
- hilcrhyme - 2011 nihon nite shirusu lyrics