city of ashes - decay lyrics
Loading...
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ;
আয়নাতে চোখ ছোঁয়।
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা;
আমার ভাললাগা।
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা।
Random Lyrics
- eeoneguy - #делайпосвоему lyrics
- nachhatar gill - akhiyaan bechain lyrics
- marcos & fernando - ao vivo lyrics
- mariana & mateus, mariana & mateus - ao vivo lyrics
- 7ma dimensión - me asombra tu amor lyrics
- dragon ball gt - porque sola no estas lyrics
- tim burton's corpse bride soundtrack-danny elfman - remains of the day lyrics
- the blue hit - siren song lyrics
- yohio - tackvisa från bergsjö lyrics
- ümit besen - geçinemedik lyrics