coke studio bangla - ghum ghum lyrics
Loading...
[chorus]
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 1]
রাজপথ জনপদে কোলাহল নেই কোনো আর
মন আমার হারালো কোথায়?
কেন এত শিহরণ জানি না লাগে প্রাণে আজ
হাতে হাত রাখে না তো কেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
[instrumental break]
[verse 2]
ডানা নেই তবু আমি স্বপ্নের দেশে যেতে চাই
জীবনের দোদুল দোলায়
ঘুড্ডির মতো আমি বাতাসে মৃদু দুলে যাই
এই বুকে সাগরের ঢেউ
[chorus]
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
ঘুম ঘুম ঘুম, চোখে দেয় চুম
এই মন বোঝে না তো কেউ
এই যৌবন, যেন মৌবন
মধুকর খোঁজে না তো মন
Random Lyrics
- kazuo - finding my way home! lyrics
- boredewil - pvp lyrics
- austin williams (country) - lucid dreams lyrics
- 3rror (pl) - meus deus lyrics
- echosmith - greedy lyrics
- bronclair - lately prod october + biggity lyrics
- gildcoustic - manot lyrics
- marti webb - song - when you want to fall in love lyrics
- neha kakkar & rohanpreet singh - dil bechara lyrics
- sally cinnamon - 愛をいつでも (ai wo itsumo) lyrics