azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

critical mahmood & antik mahmud - perahin (প্যারাহীন) lyrics

Loading...

[hook]
life প্যারাহীন, কোনো চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
tension নিতে নাই জীবনে
ডাক্তারি পইড়া করি গান+বাজনা

[instrumental]

[hook]
life প্যারাহীন, কোনো চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
কী আসে আর জীবনে
যেইডা গেসে অইডা যাক না

[verse 1]
life প্যারাহীন, কোনো চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা (হায়হায়!)
zang+এর তেও লম্বা, সাদা+চিকনা
ডাক্তারি পইড়া করি গান+বাজনা (হাহা)
অহন আমি dr. dre
জিগাইলেই তো ডিগ্রি অষ্টম ফেইল
বড়ো মাপের rapper হমু ছোটো বেলার স্বপ্ন
তাই ট্যাকা দিয়াও খাটসি jail
গলার মোডা চেইন পইড়া মাথায় উল্ডা cap
গরমেও হুডি পরি, গাই বাংলায় rap
infinity aura bro, সবাই হইতে চায় আমার মতো
শুধু crush কয়, “eww, তুমি খ্যাত”
রাস্তার রাজা সোনামনি, i’ma rapsta’
google map use করি চিনি না রাস্তা
life প্যারাহীন নতুন দিন নতুন chapter
নতুন নতুন রুপে দেহি পুরাতন বাটপার
[chorus]
এরে critical autotune+ডা বারায় দে
life প্যারাহীন, কোনো চাপ না
ভাইস্থা দুই নাম্বার, চুল পাকনা
কী আসে তোর জীবনে
যেইডা গেসে অইডা যাক না
life প্যারাহীন, কোনো চাপ না
ভাইস্থা দুই নাম্বার, চুল পাকনা
কী আসে তোর জীবনে
যেইডা গেসে অইডা যাক না (ওস্তাদ ডাইনে justice)

[verse]
ট্যাকা সিনিমিনি করে পকেত ফাকা
টুকুর+টাকুর rap কইরা ঘর তুলুম পাকা
ঢাকার হাওয়া লাগে dust+এর shower
asthma আমার super power
লোকার বাসে সিট পাওয়া privilege
যাত্রাবাড়ী জ্যামে ধইরা করায়া দেই marriage
যত ঝাকি তত নেকি, no demarrage
কানে কানে জিগায়, “flavor কোনডা favorite?”
ওস্তাদ, এডি average!
মামা+চাচা আমার avengers
visa, password ছাড়া করি adventure
ক্লাসের টপার এহন টং+এ বইয়া চা বেচে
আমি elon musk rap+এ, ক্লাসের backbencher
[bridge]
যেই হালায় জ্বীন তাড়ায়, ওরেই ধরসে জ্বীনে
date fail+ও কিনে মাইনষে discount দিলে
বয়স হওয়ার আগেই দেহি চাপায় মারে ব্লেড
পোলায় বর্ষা কাল না আইতে ছাতা বেশি কিনে

[hook]
life প্যারাহীন, কোনো চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
tension নিতে নাই জীবনে
ডাক্তারি পইড়া করি গান+বাজনা
life প্যারাহীন, কোনো চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
কী আসে আর জীবনে
যেইডা গেসে অইডা যাক না



Random Lyrics

HOT LYRICS

Loading...