
critical mahmood - notun din lyrics
[chorus]
নতুন দিন মানে নতুন অধ্যায়
মুখোশধারী same, খালি মুখোশ বদলায়
মন আমার ঘাবড়ায় বাড়ে বাড়ে
ভুলে+ভালে যারে+তারে
বিশ্বাস করা বড় দায়
নতুন দিন মানে নতুন অধ্যায়
মুখোশধারী same, খালি মুখোশ বদলায়
মন আমার ঘাবড়ায় বাড়ে বাড়ে
ভুলে+ভালে যারে+তারে
বিশ্বাস করা বড় দায় (critical)
[verse 1]
পিছে বহেন বাঁইধা seat belt
গাড়ি চলে vroom+vroom break করি signal
লাগা scene+এ ভাঙচুর পুরান file open
যারে তারে খোঁচা দিলে ধরায় দিবো token
হজম হয় না কুত্তার পেটে ঘী, ময়লা চিনে মধু না
পাগল সাইজা ঘুরে মাগার পয়সা চিনে চদু না
দিলের অমিল আর vocal খায় মিল
এমন একই জাতের বহুত আছে বাংলা rap+এ নমুনা
সব জানি কমু না আগে মজা লইয়া লই
পাইটু ব্রেইন নিলে ভাড়া, খৈ মুখে ফুটবোই
আমগো career খারা shots দেওয়া ছাড়া
shortcut ছাড়া দিছি top floor+এ পারা
স্বপ্নের নাম currency, i’m chasing in my vision
soul আমগো phoenix, পোড়া ছাইয়ের থেইকা জীবন
চলে না ছোবল মারার scene, beat+এ বাজে বিণ
যতো সাপ আসে ঘোপে ওগো উপরে guillotine
[verse 2]
উঠেনাই আক্কেল দাত, broken heart
reality check+এর আগেই দিস না mic check up
আগে সিনসিনারি বুঝ বাজান করিস না কাইজ্জা
ভিইজ চুদিনা কথা কই experience মাইপ্পা
দাড়ি পাল্লা হাতে এইডা judgement of orisis
হোগা ভর্তি ইগো তোর পালকের চাইতে হালকা দিল
লাগে strong will এনে টিকা থাকা সহজ না
মগজ খাটাইয়া খেলি ভোদাই টেকা কামাই কাগজ না
থাম কুফা এডির লাইগা থাকে কপালে
বাংলা rap+এর পর্যটক ঝইরা যায়গা অকালে
কলম হাতে ackerman, naturally sick
এইসব beast titan আমগো কাছে basic
আর তগো diss এর উপর নির্ভরশীল career
scene+এর বড় তোপ ছাড়া ভাইঙা দিছি barrier
beef ছাড়াই cook করি curry, masterchef
তোরা গান করোস নাকি করোস m+st+rbate
[pre+chorus]
নতুন দিন মানে নতুন অধ্যায়
রাস্তার ধুলা থেইকা বড় পর্দায়
জীবনে থাক
আজকে তুই যেখানে কাল বহুদূর
সব কুত্তার দিন বদলায়
[chorus]
নতুন দিন মানে নতুন অধ্যায়
মুখোশধারী same, খালি মুখোশ বদলায়
মন আমার ঘাবড়ায় বাড়ে বাড়ে
ভুলে+ভালে যারে+তারে
বিশ্বাস করা বড় দায়
নতুন দিন মানে নতুন অধ্যায়
মুখোশধারী same, খালি মুখোশ বদলায়
মন আমার ঘাবড়ায় বাড়ে বাড়ে
ভুলে+ভালে যারে+তারে
বিশ্বাস করা বড় দায়
[outro]
Random Lyrics
- ratoon - missing lyrics
- love&llace - тебя нет (you're not here) lyrics
- jb1rd - on her own (remastered) lyrics
- галин (galin) - само за минута (samo za minuta) lyrics
- faakhir mehmood - kyun mera dil hara lyrics
- horace brown - taste your love (extended album version) lyrics
- megan (fra) - argent lyrics
- grupo clareou - errei, fui moleque / posso te chamar de mô lyrics
- brrraix - бэнгер (banger) lyrics
- topaze chantilly - éole lyrics