azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

critical mahmood & somrat sij - khanjar lyrics

Loading...

[intro]
কিরে বড় ভাই?

[verse 1]
একের মাল ব্যাকে খায়, হস্তা যহন একে যায়
aim সবার top list+এ আমগোরটা কলিজায়
বাংলা rap এর og pedo, নজর কচি বালিকায়
দরবেশের বেশে মোল্লায় দুই মিনিটে ম্যাগি চায়
মাথায় যাগো dopamine এর jam, ধইরা বিয়া দে
পূজা করোস wiz khalifa নজর দেহি mia তে
বড়লোকের সুলুম মুহে ব্যবসা চলে খয়রাতে
তোর মারে গালির সুযোগ দেস পারলে গলার গয়না যে
তোর প্রিয় দামি rapper, agency dummy rapper
আর যত gangsta হইসে বউ পিটাইয়া স্বামী rapper জিন্দেগি নাগরদোলা বদলাইতে দেরি কো?
form এর বাইরেও important role form+এ ভাই তোর belligoll
ভোর মতো jackson+এর action বড় বড় caption
দরকার attention যারে ভারে mention
এডি তাউরা পোলাপান auto সাফা হইয়া যায়
লাগে মায়ের দোয়া telecom, সবই loose connection

[chorus]
ভজন দুই হাতে আর পা দিয়া নম
পা ধুইয়া হাত দিয়া হাদিয়া লন
ভাই তোগো পয়দায়িশ হাতিয়ার জাতে
খাঞ্জারে শান দিসি, ধরবো না জং
ভজন দুই হাতে আর পা দিয়া নম
পা ধুইয়া হাত দিয়া হাদিয়া লন
ভাই তোগো পয়দায়িশ হাতিয়ার জাতে
খাঞ্জারে শান দিসি, ধরবো না জং
হাজির পাগল ক্ষেপা সঙ্গীতে, গিট মাইরা ব লুঙ্গিতে
হাকিমপুরীর পান চাবায়া ফান্টু গিলি টঙ্গীতে
ঠোল্লার লোলা পন্ডিতে আইসে চিল্লোম টান দিতে
কানা বানায় ছাইড়া দিসি চাইসে যেইডি কন দিতে
চান্দিতে মাল নাই, হুদাই গরম ঝাল নাই
কথা+বার্তি হয় না রে ভাই check mate তোর চাল নাই
৬+৯ ভেজাল নাই, straight forward তোর ভাই
শেষ minute+এ মাঠে নাইমা খেলা পুরা ঘুরাই লাই
যহনে বাঙালি rapper রে কইতো dj
তহন‌তেই representing bangla rap কইরা আইসে sij+এ
scener জানো না, বাল ডাও না, না বুইঝা হুদাই ফাল ডাও
এই জনমে হোগা মারা, সারা পরকাল ডাও
তোর কেমনে হইবো ভালা? যেনে সবার খারাপ চাস তুই
শিল্পের নামে বাজার গরম, যাই পাস খাস তুই
কোনদিকে চাস তুই? নজর রাখিস নামাইয়া
এই sami tonmoy sound লে বাড়াইয়া

[chorus]
ভজন দুই হাতে আর পা দিয়া নম
পা ধুইয়া হাত দিয়া হাদিয়া লন
ভাই তোগো পয়দায়িশ হাতিয়ার জাতে
খাঞ্জারে শান দিসি, ধরবো না জং
ভজন দুই হাতে আর পা দিয়া নম
পা ধুইয়া হাত দিয়া হাদিয়া লন
ভাই তোগো পয়দায়িশ হাতিয়ার জাতে
খাঞ্জারে শান দিসি, ধরবো না জং



Random Lyrics

HOT LYRICS

Loading...