
cryptic fate - bhoboghure lyrics
বৃষ্টি ভেজা পথে গলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথও আছে, আছে সেই বাতিই
এখনও বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
ব্যস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠও আছে, আছে সেই গাছ
পাখিরাও গায় তাদেরও গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার না থাকার অভিমান
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
চিলেকোঠার ছোট্ট সেই ঘর
সাজিয়েছিলে যা নিজের হাতে
যেটা হাজার দিন হাজারও রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতে গড়া সে বাগান
এখনও ফোটায় ফুল
ভুলে যায় মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোটাতে গাছ করে নাকো ভুল
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
Random Lyrics
- funktasztikus - beteg világ lyrics
- yung 48 - windows down lyrics
- sarah nathalié - luna lyrics
- el trinidad - nobody else lyrics
- m0b - upper moon lyrics
- zamir - munchies (feat. amaarae) lyrics
- jme the realest - idk lyrics
- team spam - allfuck lyrics
- max kola - still love you lyrics
- chitãozinho & xororó - um homem quando ama / sinônimos lyrics