
cryptic fate - bicchu lyrics
খুঁজে…
খুঁজে পাবি না তাদেরকে তুই
চোখে…
তোর চোখে ধূলো দিয়ে পালাবে সেই
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
গুপ্ত…
গুপ্তচরের মতো করছে সে কাজ
ছোট্ট…
ছোট্ট হাতে তার একমুঠো বাজ
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
ওরে…
ওরে, দেখ তোরা আমার এই বিচ্ছুর দল
কামড়ে…
কামড়ে দিয়ে ওদের করবে অচল
এই পুঁচকে ছোকরাগুলোর সাহস দেখে বেড়ে যায় আমার মনোবল
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
Random Lyrics
- onda choc - canta connosco esta canção (we've got it goin' on) lyrics
- gentlemenkeyn & trap lion - luv tape lyrics
- aries - a thousand miles* lyrics
- max kola - true relationship lyrics
- droxxx - what am i? lyrics
- mazelfyre - hourly lyrics
- ¿teo? - uni2 lyrics
- david deyl - mejor me voy lyrics
- nueve lio - bad for me lyrics
- neolix - limbus computerra lyrics