cyanidemusic - blood lyrics
[hook]
yo kid, are you real or fraud?
i don’t give a d-mn if you’re villain or not
it’s good if you do it as said
but if you do it wrong i’ll swim in your blood!
[verse 1: rid1]
গুরুজন কহে, “ওস্তাদের মাইর শেষ রাতে”
মাথাটা কাঁটা পড়ে অজানা পাপে
তাদের অভিনয় শুধু নিম্নচাপের (!)
চাটুকারিতায় নাম ভোলে নিজ বাপের!!
হায় হায়
joker seeker কাজ করে খোদ joker এর লগে ক্যান?
আরে এই পোলা তো ওইটা নাইরে
যেইটা দেখতাম গেঞ্জামে
পাগলা ভুদাই হুদাই নাচে গ্যাংনামে
ওইদিকে তো প্যান্ট নামে
পাবলিক লাইন ধইরা পাছায় চুমা দেয়রে সমানে
পারলে তারে বাপ মানে
গভীরতা না জাইনা হুদাই ক্যান যে ঝাপ মারে!!
আমি ভাই দিনে আনি দিনে খাই
ভুল কিছু বলে ফেললে করজোড়ে ক্ষমা চাই।
মুক্তাদিরে ন্যাকামি ছাড়া পারে টা কী দেখ
তবু র্যাপ গাইতে আসছে নিজের পশ্চাতে নাই ত্যানা।
আগে চরকায় তেল দে নিজের
তারপর নাহয় পরের দোষ খুঁজিস
next নাটকের আগে দয়া করে অভিনয়টা শিখিস!!
নিকুচি করি তোর প্লাস্টিক fame এর আমি
swag ধুইয়া পানি খা তুই তোর নাই তো quality
শীঘ্রই অতি শীঘ্রই confirm তুই মারা খাবি
অবশেষে ছাড়া পাবি আর বারবার খোদার নাম লবি!!
[hook]
yo kid, are you real or fraud?
i don’t give a d-mn if you’re villain or not
it’s good if you do it as said
but if you do it wrong i’ll swim in your blood!
[verse 2: phenol]
be like a superman
আমার বড়শিতে গাথা গভীর জলের মাছেরই মুখেতো আমারি লাগানো টোপ ধরসে ডাঙার বাঘে।
ভয় পাইসে কুমির দেইখা ডরে তান্ত্রিকে করে কালা জাদু
আল্লাহরে স্মরণ কইরা খেলি চরমে গরম গেইম!!
থাকি দক্ষতায় অক্ষত,স্বীকৃতি অর্জিত
বিক্ষত বর্জিত,রক্ষিত মার্জিত
যোগ্যতায় উন্নীত,সংগ্রামে আনীত
সংঘাতে নিহত,তান্ডবে প্লাবিত!
গর্জনে বিকৃত,মস্তক আনত
মৃত্যু কাঙ্খিত,নরকে নন্দিত।
রক্তে নিহিত,কণিকা লোহিত
phenol আগত,দংশনে স্বাগত।
সাক্ষাতে বরবাদ, উৎপাতে নির্ঘাত
ইন্নারে ফিন্নারে নিঃশেষ জল্লাদ।
আমলের বদলে আদলে ফিটফাট
বুকে নাই দম তাই সময়ে মারকাট।
ডাকো রে বাপ বাপ!! জাগো রে নিষ্পাপ
সময়টা খারাপ সাফল্যে convert!
অর্পিত আঘাতে খর্বিত সম্মান
গর্বিত যোদ্ধারা উন্নত মহান।
you wanna wrestle with my puzzle
go through spit and lock your shuttle
then your troops are ready to tackle
when i’m kick you from my castle
hip hop give me active shield p-ssing in pelvic guardle
আমার লোহিত কণিকায় বিষের layer ‘rap-doc’ থেইকা ‘phenol’!
নীতির সীমালংঘন কারী আমার আক্রোশে আগুন ছাড়ুক পরে কেরোসিনে বাড়ুক জন্ম থেইকা জ্বলসে বারুদ!
কত লিডার ক্যাডার হইসে মার্ডার গড়সি মৃত্যুকূপ
তোর রক্তে আমি সাঁতার কাটি পইড়া রাজমুকুট!!
[hook]
yo kid, are you real or fraud?
i don’t give a d-mn if you’re villain or not
it’s good if you do it as said
but if you do it wrong i’ll swim in your blood!
[outro]
believe me, man
it’s not a f-cking death race
dj sh-t i really wanna sh-t on your face!
you cr-p sounding sh-t
you’re genre’s sh-tpop!!
don’t you dare to say it hip hop when it ain’t hip hop!!!
peace!!
Random Lyrics
- lil' sergie - alter ego lyrics
- flatland cavalry - summertime love lyrics
- frank edwards - nye ya ekele lyrics
- roxette - good karma lyrics
- baby lullaby - pokémon lyrics
- leghost - no vas a quebrarme lyrics
- rob gasser feat. laura brehm - vertigo lyrics
- card principal - thenonchypher lyrics
- popwhit you - vuelvo a ser la rara 2.0 lyrics
- tulipa ruiz feat. felipe cordeiro - virou lyrics