
dameer - khancha lyrics
[verse 1]
খুশির দিনে আঘাত নিলে
মনটা নিভে যায়
তোকে জড়ায় ধরতে গেলে
হাতটা ছিলে যায়
ভাগ্য আমার ভালো নাই রে
একটু সময় চায়
ধীরে ধীরে মনের বিলে
জল শুকিয়ে যায়
[chorus]
আরে ভাই, আরে ভাই
আমাকে মাফ করে দাও
আর আলো নাই
আরে ভাই, আরে ভাই
আমাকে মাফ করে দাও
আর আলো নাই
[verse 2]
মিথ্যা কথা ভালোই মজা তোমার হাসি নাই
উপর থেকে বকা খেতে ভয়ে পালায় যায়
দেহের উপর চাপে আমার দমটা উড়ে যায়
পাখির ডানা কেটে ফেললে খাঁচা লাগে না
[pre+chorus]
মেরুদন্ড সোজা করো বাঙালি
ধারাবাহিক নাটক এলো
চালু করো flat screen tv
আর কত কথা শুনাবি ও ভাই
আর কত কথা শুনাবি
বাড়ি গাড়ি কিনার পরেও
সবার এত মনমানি
আর কত কথা শুনাবি ও ভাই
আর কত কথা শুনাবি
[chorus]
আমার টাকা+পয়সা কই?
আমার বাড়ি+গাড়ি কই?
আমার টাকা+পয়সা কই?
আমার বাড়ি+গাড়ি কই?
আমার টাকা+পয়সা কই?
আমার বাড়ি+গাড়ি কই?
আমার টাকা+পয়সা, বাড়ি+গাড়ি
টাকা+পয়সা কই?
Random Lyrics
- koscheych - pain lyrics
- frane nova - daj $nep (a.m. remix) lyrics
- sam gellaitry - start up a rumour lyrics
- vereel - я всё еще там (i'm still there) lyrics
- big freedia - praise dance lyrics
- blankenberge - too many voices lyrics
- kxng eezy - know what i want (extended) lyrics
- cursor (us) - circadian lyrics
- mavo (nga), ayra starr & shallipopi - escaladizzy ii lyrics
- mybadizvini - feel sorry for me lyrics