
debabrata biswas - aami chanchal he lyrics
Loading...
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী (৪)
দিন চলে যায়
আমি আনমনে
তারি আশাতে থাকি বাতায়নে
ওগো প্রাণেমনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসী
দিন চলে যায়
আমি আনমনে
তারি আশাতে থাকি বাতায়নে
ওগো প্রাণেমনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসী
ওগো সুদূর বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
মোর জানানাই আছি এক ঠাঁই
সেকথা যে যায় পাশরি
আমি চঞ্চল হে
Random Lyrics
- g-tee - lyrical torture lyrics
- stygmat - leniwa niedziela lyrics
- 4men - 안되겠더라 lyrics
- hwa sa feat. esna - love comes lyrics
- eden a.d. - lost eden chapter lyrics
- psychedelic porn crumpets - move lyrics
- matty means - actual friends lyrics
- yariz - heroin lyrics
- van sereno - get well soon lyrics
- gorillaz - carnival lyrics