debabrata biswas - aami chanchal he lyrics
Loading...
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী (৪)
দিন চলে যায়
আমি আনমনে
তারি আশাতে থাকি বাতায়নে
ওগো প্রাণেমনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসী
দিন চলে যায়
আমি আনমনে
তারি আশাতে থাকি বাতায়নে
ওগো প্রাণেমনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী
আমি সুদূরের পিয়াসী
ওগো সুদূর বিপুল সুদূর
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি
মোর জানানাই আছি এক ঠাঁই
সেকথা যে যায় পাশরি
আমি চঞ্চল হে
Random Lyrics
- cook laflare - i8 lyrics
- agent blå - derogatory embrace lyrics
- jenyer feat. samuel seo - cliché lyrics
- iu - 잼잼 jam jam lyrics
- hexxlord - sp6cesh16 lyrics
- frank ocean - lens lyrics
- kerrie roberts - life in the name lyrics
- bread and butter - the last letter lyrics
- daniel 6aker - giada lyrics
- daniel calderón feat. los gigantes - que le diré al corazón lyrics