![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
debabrata biswas - biswa jakhan nidraamagan lyrics
Loading...
বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার,
কে দেয় আমার বীণার তারে এমন ঝঙ্কার ॥
নয়নে ঘুম নিল কেড়ে, উঠে বসি শয়ন ছেড়ে
মেলে আঁখি চেয়ে থাকি, পাই নে দেখা তার ॥
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পূরে
জানি নে কোন্ বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে।
কোন্ বেদনায় বুঝি না রে
হৃদয় ভরা অশ্রুভারে,
পরিয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার ॥
Random Lyrics
- darkdark feat. haley bonar - restless lyrics
- edie brickell - asheville lyrics
- mumzy stranger - judaiya lyrics
- post malone - soflo like antonio lyrics
- diane schuur - a time for love lyrics
- haydar kutluer - bilen var mı lyrics
- camlove - just another face lyrics
- melodycans - mas despacio lyrics
- 8/planet!! - boyfriend lyrics
- lord betou - speed your lyrics