debabrata biswas - dariye acho tumi amar lyrics
Loading...
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
Random Lyrics
- tori amos - crucify (1991) lyrics
- mighty diamonds - pray unto thee lyrics
- diana ross - can't get started with you lyrics
- mac mcanally - proud to be alive lyrics
- huge l - egolooginen lyrics
- venerea - waiting for her to kill herself lyrics
- olle burefors - idyll lyrics
- huey lewis and the news - don't make me do it lyrics
- jorge aragão - pot-pourri: amantes da noite / parabéns pra você lyrics
- 유엠씨 - 사람들을 착하게 만들어 놓았더니 lyrics