debabrata biswas - dinguli mor sonar khanchai lyrics
Loading...
 
 
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-
– উড়ে গেল, সকল কথা কইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না-
– সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
Random Lyrics
- mc piri - caído en amor lyrics
 - ak9 - loud lyrics
 - chad wilkins - in heart, in mind lyrics
 - harvest - it's alright now lyrics
 - modestiaparte - goles perdidos lyrics
 - r good - hop that border lyrics
 - courtney marie andrews - pioneer boys lyrics
 - patience - hands high lyrics
 - terrie frankel feat. perla batalla - my father lyrics
 - scout niblett - black hearted queen lyrics